প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:30 PM আপডেট: Sat, May 10, 2025 9:12 AM
পশ্চিমা হুমকি মোকাবেলায় অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে রাশিয়া: মেদভেদেভ
রাশিদুল ইসলাম: ইউক্রেন যুদ্ধের মাঝে নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র তার দেশকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো শত্রæদের থেকে রক্ষা করবে। অন্যদিকে মার্কিন মিডিয়া ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র গত এক দশকের মধ্যে নতুন এ্যাটাক হেলিকপ্টার খাতে সবচেয়ে বড় ধরনের বিনিয়োগ করেছে। এর আগে পাইলট বিহীন স্টিল্থ বোমারু বিমান উড্ডয়ন করে যুক্তরাষ্ট্র। মার্কিন হাউস ইউক্রেন ও তাইওয়ানে সামরিক বাজেট বরাদ্দ বৃদ্ধি করে প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে।
রোববার বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে মেদভেদেভ বলেন, ‘আমরা সবচেয়ে শক্তিশালী নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি। ধ্বংসের বিবেচনায় এসব অস্ত্র অত্যন্ত শক্তিশালী। শুধু ইউক্রেন আমাদের শত্রæ নয়। ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন জায়গায় অনেকেই রয়েছেন, যারা মস্কোর বিরুদ্ধে নাৎসিদের সঙ্গে হাত মিলিয়েছে।’
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন ধরনের অস্ত্র উৎপাদনের ইঙ্গিত দিয়েছিলেন। এর মধ্যে হাইপারসনিক অস্ত্রও রয়েছে। এই অস্ত্র প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। গত শুক্রবার পুতিন জানিয়েছেন, দ্ব›দ্বসংঘাতে আগবাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনার সম্ভাবনা জিইয়ে রাখছে রাশিয়া।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘তাদের (মার্কিন) কৌশলে এটি (একতরফা পারমাণবিক হামলা) রয়েছে, নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা আছে। আমাদের এটি নেই। অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি। এই হুমকির বিষয়টি আড়াল করে রাখাটা ভুল হবে।’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানান, মস্কো উল্লেখযোগ্য মাত্রায় নিজের সামরিক ব্যয় বৃদ্ধি করতে চলেছে। আগামী বছরের প্রতিরক্ষা বাজেট হবে ৫০ শতাংশ বেশি। মিসাইল সিস্টেমের উপরে সবথেকে বেশি জোর দেয়া হবে। অন্যদিকে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে বেল ভি-২৮০ ভ্যালর টিলট্রোটর হেলিকপ্টার উৎপাদনের চুক্তি হয়েছে যা বø্যাকহক হেলিকপ্টারের স্থান পূরণ করবে। এক্ষেত্রে প্রয়োজনে সর্বোচ্চ ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি অনুযায়ী বিনিয়োগ ৭০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন মেজন জেনারেল রব ব্যারি। তিনি বলেন বিদেশে অস্ত্র রপ্তানির ওপর নির্ভর করছে এ বিনিয়োগ বৃদ্ধি কতটা করা হবে। একই সঙ্গে নর্থরপ গ্রæম্যান নতুন পাইলটবিহীন স্টিলথ বিমান উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ জঙ্গি বিমান পারমানবিক অস্ত্র বহনে সক্ষম। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
